হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ইজাজুর রহমান (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) দীঘলবাক গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইজাজুর ওই গ্রামের রশিক মিয়ার ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আর্থিক সংকট ও মানসিক চাপে ইজাজুর আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।