সারা বাংলা

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে ইউনিয়নের ফুলতলি গ্রামে ঘটনাটি ঘটে। 

রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা এ তথ্য জানান। কে বা কারা কেন এই যুবককে হত্যা করেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

নিহত আব্দুল হাকিম রাখাইল ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, আজ সকাল সাড়ে ১১টার পর ৯-১০ জন অস্ত্রধারী ফুলতলি গ্রামে যান। তারা আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই আব্দুল হাকিম মারা যান।

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত)  ইমরুল হাসান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়রা পুলিশকে কোনো তথ্য দিচ্ছে না। কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।”