সারা বাংলা

আদালত চত্বর থেকে হ্যান্ডকাফসহ পালানো দুই আসামি গ্রেপ্তার

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, দুপুর ১টার দিকে আদালত চত্বর থেকে পালিয়ে যান তারা।

আসামিরা হলেন- জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ এলাকার হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর ও একই এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে দুলাল শেখ।

পুলিশ জানায়, মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। রবিবার দুপুরে শুনানির জন্য তাদের আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে হ্যান্ডকাফসহ তারা পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘‘পুলিশ কাস্টরি থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের গাফিলতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’’