সারা বাংলা

নরসিংদীর কিশোর গ্যাংয়ের হোতা সৈকত ঢাকায় গ্রেপ্তার 

নরসিংদীর কিশোর গ্যাংয়ের হোতা ও সন্ত্রাসী সৈকত আলী ওরফে শওকতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

সোমবার ( ১৬ জুন) রাজধানীর বসুন্ধরা এলাকায় পরিচালিত গোপন অভিযানে তাকে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শওকত (২৬) শিবপুর উপজেলার বানিয়াদি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। 

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানান, শওকতের বিরুদ্ধে একটি হত্যা, হত্যাচেষ্টা এবং মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা আছে।