সারা বাংলা

মাদারীপুরে করোনা রোগী শনাক্ত

মাদারীপুর সদর উপজেলার এক যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (১৬ জুন) শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নুরুল ইসলাম। 

ডা. মো. নুরুল ইসলাম বলেন, “গত ২৪ ঘণ্টায় মাদারীপুর সদর হাসপাতালে সাতজনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। তবে, গত বৃস্পতিবার (১৩ জুন) হাসপাতালে পরীক্ষা করতে আসলে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার এক যুবকের (৩০) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি সুস্থ আছেন এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।”