ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি থেকে ১৬ জনের সদস্যপদ বাতিল করা হয়েছে। তাদের মধ্যে সমিতির সাবেক সভাপতিও রয়েছেন।
গত ২২ এপ্রিল এক সভায় বর্তমান কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেয়। রবিবার (১৫ এপ্রিল) বিকেলে স্থানীয় সাংবাদিকদের হাতে আসে আইনজীবীদের অব্যাহতির চিঠিটি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান স্বাক্ষরিত চিঠিটিতে সদস্যপদ বাতিলের বিষয়টি জানানো হয়। অব্যাহতি পাওয়া ১৬ সদস্যকে আলাদা আলাদা চিঠি দেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতির প্যাডে স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ২২ এপ্রিল এক সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আপনার অত্র সমিতির সদস্যপদ বাতিল করা হয়েছে। বিষয়টি আপনাকে অবগত করা হল।
কি কারণে আইনজীবীদের সদস্য পদ বাতিল করা হয়েছে তার কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি চিঠিতে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান বলেন, “বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে আমরা পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এই ১৬ সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।”