সারা বাংলা

খুলনায় উদ্ধারকৃত অজগর সুন্দরবনে অবমুক্ত

খুলনার কয়রা উপজেলার কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির পাশে গাছ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টার দিকে ১১ থেকে ১২ কেজি ওজনের সাপটি স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে বন বিভাগ। পরে সাপটি সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির পাশের একটি গাছে অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ সদস্যদের জানানো হলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বনবিভাগকে অবহিত করেন। খবর পেয়ে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা বনকর্মীদের নিয়ে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় ১১ থেকে ১২ কেজি ওজনের প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করে।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম (শাহেদ) জানান, সাপটি সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়েছে।