খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ পাঁচ জন আটক হয়েছেন। সোমবার (১৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে সদর থানার চাঁনমারি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রূপসা ইস্টার্ন রোডের নুরুল ইসলামের ছেলে মো. রাজু আহমেদ (৩০), চাঁনমারী বাজার মাদরাসা রোডের শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না (৩০), মাস্টারপাড়ার শওকত হোসেনের ছেলে মিরাজ (৩২), চানমারী দ্বিতীয় গলির জালালের ছেলে নীরব ইসলাম জিয়া (২৩) ও বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারের হানিম শিকদারের ছেলে শামীম হোসেন (২৯)।
স্থানীয়রা জানান, নগরীর শিপইয়ার্ড এবং চানমারী এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। গতকাল মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযান মঙ্গলবার (১৭ জুন) ভোর সাড়ে ৬টা পর্যন্ত চলে। দুইটি এলাকার তিনটি বাসায় অভিযান চালান তারা। চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ২৭০ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা।
খুলনা সড়র থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, “রাতে যৌথ বাহিনীর অভিযানে পাঁচজনকে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”