টাঙ্গাইলের বাসাইলে মাদকসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১৮ জুন) রাতে কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার আছর উদ্দিনের ছেলে তানভীর (২৫) এবং তাওহীদ (২২)। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে দুই ভাই ঢাকা থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে এলাকায় বেচাকেনা করছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৫টি দেশীয় অস্ত্র ও নগদ ৩৫ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।’’