সারা বাংলা

বরিশালে নিজ ঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশালের উজিরপুরে নিজ ঘর থেকে আলেয়া বেগম (৬৩) নামের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি সড়কের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আলেয়া বেগম ভিআইপি রোডের মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘‘বৃদ্ধার ছেলে ঢাকায় চাকরি করে। দুই মেয়ের বিয়ে হয়েছে। বৃদ্ধা বাসায় একা থাকতেন। আজ বাসার পাশ দিয়ে লোকজন চলাচলের সময় দুর্গন্ধ পান। তখন জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরের ফ্লোরে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।’’

ওসি বলেন, ‘‘নিহতের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’’