সারা বাংলা

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর রেললাইনে দোলনচাঁপা ট্রেনে কাটা পড়ে আনজুমান আরা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৯ টায় চিরিরবন্দর রেলস্টেশন প্ল্যাটফর্মের পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আনজুমান আরা উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকাল বেলা বাসা থেকে বের হয়ে মেয়ের জামাইয়ের বাসায় আসার পথে রেললাইন পার হওয়ার সময় দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

পরিবারের লোকজন জানায়, নিহত আনজুমান আরা একজন মানসিক রোগী ছিলেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘‘নিহতের লাশ ঘটনাস্থলে আছে। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’’