নরসিংদী শহরের ভাগদী এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২০ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূর নাম তাসনিম (২৬)। তিনি ভাগদী মীর বাড়ির ইনছেন আলীর মেয়ে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী নয়ন মিয়া (৩২) পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী তাসনিমকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন নয়ন। পরে পালিয়ে যান তিনি। বাড়ির অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন।
নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) সামিউল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে। নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরো বলেন, “অভিযুক্ত নয়ন মিয়াকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’