লক্ষ্মীপুরে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (২০ জুন) দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল।
রামগতি আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, গত ৬ দিনে জেলায় ২০৭.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ১৪ জুন ৪২ মিলিমিটার, ১৫ জুন ১১.৪ মিলিমিটার, ১৬ জুন ২১ মিলিমিটার, ১৭ জুন ৪৮.৪ মিলিমিটার, ১৮ জুন ৮১ মিলিমিটার ও ১৯ জুন ৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়। আগামী ৩-৪ দিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে।
রামগতি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. সোহরাব হোসেন জানান, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে ভারি বৃষ্টিপাতের সাথে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে।