কক্সবাজারের টেকনাফে সাগরের উত্তাল ঢেউয়ে মাছ ধরার দুই নৌকার সংঘর্ষে হেলাল উদ্দিন (২২) নামের এক জেলে নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জুন) দুপুরে সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন খোনকার পাড়া নারকেল বাগান নৌকা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন পশ্চিম খোনকার পাড়ার মো. সেলিমের ছেলে। টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা রফিক উদ্দিন বলেন, ‘‘সাগরে মাছ ধরে দুটি নৌকা তীরে ফিরছিল। কূলে ভেড়ার সময় সাগরের ঢেউয়ের তোড়ে দুই নৌকার সংঘর্ষ হয়। এতে কয়েকজন জেলে আহত হন। এর মধ্যে, গুরুতর আহত হেলাল উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’’