খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, দৈনিক সমকাল ও চ্যানেল-২৪ এর খুলনা বিভাগীয় প্রধান মামুন রেজা মারা গেছেন।
শুক্রবার (২০ জুন) রাত পৌনে ১০টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, একমাত্র পুত্র সন্তানসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত ১২টা ২০ মিনিটে নগরীর আলহেরা জামে মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত ১টার দিকে তার লাশ খুলনা প্রেস ক্লাবে নেয়া হয়। সেখানে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শনিবার বাদ জোহর দিঘলিয়া উপজেলার ব্রম্মগাতীতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ।