গাজীপুরের শ্রীপুরে জাতীয় ফল মেলায় প্রদর্শিত ৩২ কেজি ওজনের একটি কাঁঠাল দর্শনার্থীদের নজর কেড়েছে। রবিবার (২২ জুন) দিনব্যাপী এ মেলার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ফল মেলায় আম, জাম, লিচু, আনারস, পেয়ারা, কাঁঠালসহ দেশীয় নানা ফল প্রদর্শিত হলেও সবার নজর কাড়ে বিশাল আকৃতির দুটি কাঁঠাল। যার একটির ওজন ৩২, অন্যটির ৩০ কেজি।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল মৃধা বাড়ির গাছ থেকে ৩২ কেজি ওজনের কাঁঠাল সংগ্রহ করা হয়েছে। এছাড়া, শ্রীপুর পৌরসভার অপর এক কৃষকের গাছ থেকে ৩০ কেজি ওজনের কাঁঠাল সংগ্রহ করা হয়।
মেলায় আসা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান কামাল বলে, ‘‘আমরা এখন অনেক দেশীয় ফল চিনি না। স্কুলে যাওয়ার সময় মেলায় ৩২ কেজি ওজনের কাঁঠালটি দেখতে এসেছি।’’
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, “ফল মেলার উদ্দেশ্য পুষ্টিসমৃদ্ধ দেশীয় ফলের পরিচিতি বাড়ানো এবং মানুষের খাদ্যাভ্যাসে এসব ফলের গুরুত্ব তুলে ধরা। শ্রীপুরের কাঁঠাল স্বাদে গন্ধে অতুলনীয়। এমন বড় কাঁঠাল প্রদর্শন আমাদের ঐতিহ্যের প্রতীক।”