সারা বাংলা

ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে, তার দাফনও হয়েছে। এদেশের মাটিতে আর ফ্যাসিবাদ মাথা তুলতে পারবে না।”

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ্যানি কলেজ গভর্নিং বডির সভাপতি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “গতবছর আমরা রাজপথে আন্দোলনে ছিলাম। ফ্যাসিস্ট সরকার আমাদের বিরুদ্ধে হায়েনার মতো আচরণ করেছিল। এখন সময় প্রস্তুতির, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আমরা মাঠে থাকব। জানিয়ে দেব, ফ্যাসিবাদের কোনো ঠাঁই এ দেশে নেই।”

তিনি বলেন, “আমরা ৩১ দফায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি। নির্বাচন হবে, প্রতিযোগিতা থাকবে। তবে, কোনো প্রতিহিংসা নয়। জনগণের সরকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য।”

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়বত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চুসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।