সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে তালা, মানুষের ভোগান্তি  

ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের চত্বরে দলিল লেখক কল্যাণ সমবায় সমিতির স্থাপনাকে কেন্দ্র করে মূল ফটকে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে জেলা দলিল লেখক সমিতির বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ জুন) বিকালে নিজ কার্যালয়ে এমন অভিযোগ করেন জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন। কার্যালয়ের মূল ফটকে তালা দেয়ার ফলে সেবা নিতে মানুষ ভোগান্তিতে পড়েন।

সরেজমিন দেখা যায়, রেজিস্ট্রারের কার্যালয়ের বাইরে কাঠ দিয়ে ছাউনি নির্মাণের কাজ করাচ্ছেন দলিল লেখক সমিতির লোকেরা। কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। যার ফলে কার্যালয়ের ভিতরে ঢুকে কেউ কাজ করতে পারছে না। সেবা নিতে এসে সাধারণ মানুষেরা ভোগান্তিতে পড়েছে। 

রেজিস্ট্রার অফিসে সেবা নিতে আসা ওমর ফারুক, তানভীর, হাসানসহ বেশ কয়েকজন জানান, দুপুরে দলিল লেখকের লোকেরা তালা মেরে দিয়েছেন। তাদের নিজেদের ঝামেলা, আর সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

দলিল লেখক সমিতির লোকেরা অনেক দিন ধরে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের চত্বরে টেবিল-চেয়ার পেতে তাদের কাজ করে আসছেন। তারা জেলা রেজিস্ট্রারের কাছে রোদ-বৃষ্টিতে তাদের কাজ করতে সমস্যার কথা বলেন। জেলা রেজিস্ট্রার তাদের কার্যালয়ের হলরুম ব্যবহার করার কথা বলেন।

ঠাকুরগাঁও দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ সরকার ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘‘প্রায় ৪ বছর ধরে নির্দিষ্ট জায়গার জন্য আমরা লড়াই করছি। যেখানে সরকারের রাজস্ব আদায়ে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি, সেখানে কেউ আমাদের কথা শুনছেন না। কর্মকর্তাদের অনুমতিতে আমরা ওই জায়গায় বসা শুরু করেছিলাম। এখন বর্ষাকাল হওয়ার কারণে বৃষ্টি ও রোদ থেকে বাঁচতে অস্থায়ী ছাউনি দিচ্ছিলাম। কিন্তু জেলা রেজিস্ট্রার এই কাজে বাধা দেন।’’ 

ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, ‘‘সকালে দলিল লেখক সমিতির লোকেরা আমার অফিসের সামনে দখল করে কিছু পিলায় লাগিয়ে দেয়। সেই সময় তারা কিছু গাছ তুলে ফেলে। তাদের চাওয়া আমার অফিসের  সামনে ঘর বানিয়ে বসার স্থান করবে। আমি তাদের বারণ করায় তারা আমাকে ও আমার অন্য কর্মচারীদের হুমকি দিয়ে থাকে। এরপর কোনো কারণ ছাড়া তারা আমাদের অফিসে এসে সাধারণ জনগণকে হুমকি দেন যাতে কেউ দলিল না করেন। এক পর্যায়ে জনগণকে বের করে কার্যালয়ে মূল ফটকে তালা মেরে দেয়। আমাদের অবরুদ্ধ করে।’’ 

তিনি আরো বলেন, ‘‘এরপর সাধারণ মানুষ রুখে দাঁড়ালে তারা তালা খুলে দেয়।’’