সারা বাংলা

দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১০ হাজার কমেছে

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১ লাখ ৭ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবাব পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হলেও ১০ হাজার পরীক্ষার্থী কমেছে।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, এই শিক্ষাবোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ৬৬৪টি কলেজ থেকে ২১৩টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৭ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৫১ হাজার ৬০৪ জন এবং ছাত্রী ৫৬ হাজার ১৬৪ জন। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় এইচএসসি পরীক্ষা গ্রহণের জন্য এবার পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে ২১৩টি। গত বছর পরীক্ষাকেন্দ্র ছিল ২০৪টি। পরীক্ষার্থী কমলেও এবার পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বেড়েছে ৯টি।

তিনি আরো জানান, চলতি বছর মোট ১ লাখ ৭ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থীদের মধ্য বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ৪১ জন, মানবিক বিভাগে ৭৪ হাজার ৮৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৭ হাজার ৭৫৪৪ জন অংশগ্রহণ করবে।  এ সব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৯ হাজার ৫৭২ জন। জিপিএ উন্নয়ন ১৪৭ জন, অনিয়মিত পরীক্ষার্থী ১৮ হাজার ৪৩ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ৬ জন

দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রেগুলোর দায়িত্ব পালন করবেন। এছাড়াও বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই ঝটিকা ভিজিলেন্স টিমগুলো বোর্ডর সব পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবেন।

তিনি আরো জানান, শান্তিপূর্ণ ও ক্রটিমুক্ত পরিবেশে এইসএসসি পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। 

আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা। আগামী ১০ আগস্ট এইচএসসি পরীক্ষা শেষ হবে। এরপর ১১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে আগামী ২৪ আগস্ট শেষ হবে।