সাতক্ষীরার তালায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে তালা থানায় মামলা করেন।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার নাংলা গ্রামের একটি পাটক্ষেতে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
এদিকে, ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মনিরুল ইসলামকে (২৬) মঙ্গলবার রাতেই আটক করেছে পুলিশ। আটক মনিরুল পার্শ্ববর্তী উথালি গ্রামের আব্দুস সামাদ গাজীর পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি বাবা-মায়ের সঙ্গে নাংলা এলাকায় নিজ বাড়িতে বসবাস করে। হঠাৎ মঙ্গলবার সন্ধ্যায় সুযোগ বুঝে অভিযুক্ত মনিরুল খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে পার্শ্ববর্তী পাটক্ষেতে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। পরে স্থানীয়রা শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে এবং মনিরুলকে আটকে রাখেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, “ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুটির বাবা তালা থানায় মামলা করেছেন। ইতোমধ্যে অভিযুক্ত মনিরুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”