ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) রাত ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- ভোলার মনপুরা থানার আন্দিরপাড় গ্রামের বনমালী দাসের ছেলে সুশীল চন্দ্র দাস (৩৩), যশোরের শার্শা থানার ছোটকলোনী গ্রামের দেলোয়ার প্রধান (৬৬), একই জেলার মনিরামপুর থানার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার মন্ডলের ছেলে সমীর মন্ডল (৪০), যশোর কোতোয়ালি থানার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪) ও চুয়াডাঙ্গার জীবননগর থানার ধান্যখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে আহম্মেদ আলী (৩৩)। বাকিরা নারী ও শিশু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ানের অধীন খোসালপুর, কুসুমপুর ও পলিয়ানপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে পৃথক অভিযান চালায়। অভিযানকালে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়।
বেনীপুর বিওপির পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ কাশেদ আলী (২৫) নামে একজনকে আটক করা হয়। আটক কাশেদ আলী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের কামাল হোসেনের ছেলে। অপরদিকে, যাদবপুর বিওপির অপর এক মাদক বিরোধী অভিযানে ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। আটককৃতদের মহেশপুর ও জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে দুইজনকে জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। চারজন পুরুষের নামে মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। অন্য আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি।