সারা বাংলা

মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মনজুর আলম জানিয়েছেন, পুশইনের শিকার মানুষগুলোকে বেলছড়ি উচ্চ বিদ্যালয় ভবনে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে আছেন।

খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৫৪ জনকে ঠেলে পাঠিয়েছে ভারত।