বরিশালের উজিরপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। এতে ট্রাকে থাকা দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। হতাহতরা সবাই বেদে সম্প্রদায়ের মানুষ।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মুন্সীগঞ্জ জেলার তুফানী বেগম (২৮) ও শরিয়তপুর জেলার রাজিয়া বেগম (৩০)।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়াগামী একটি ট্রাক উজিরপুরের মোড়াকাঠি এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এতে বেদে সম্প্রদায়ের ২৩ জন আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তুফানী ও রাজিয়াকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।