এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ঝালকাঠির নলছিটিতে ৯ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি ও ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে রাখায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে হদুয়া মাদরাসা ও নলছিটি ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরীক্ষা চলাকালে সঙ্গে মোবাইল ফোন রাখায় হদুয়া মাদরাসা কেন্দ্রে ৩ শিক্ষককে অব্যাহতি ও ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই অভিযোগে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬ শিক্ষককে অব্যাহতি ও ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেছেন, “পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এ বছর কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে দুটি কেন্দ্রে মোবাইল ফোন পাওয়া গেছে। তাই, ৯ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া, ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।