সারা বাংলা

কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে ঠেলে পাঠিয়েছে ভারত

কুষ্টিয়া সীমান্ত দিয়ে আটজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারত। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও দুইজন শিশু। তারা সবাই বাংলাদেশের নাগরিক।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন রংমহল বিওপির আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে ওই আটজনকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

খবর পেয়ে ৪৭ বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন।

ওই আটজন সাতক্ষীরা, নড়াইল, জামালপুর, খুলনা ও ময়মনসিংহের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। 

বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ নেওয়া হয়েছে।

সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছিল বিএসএফ। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।