সারা বাংলা

দৌলতপুরে যুবককে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক কারবার সংক্রান্ত বিরোধের জেরে মহন আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে সোহেল হোসেন (২৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

শনিবার (২৮ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

মহন আলী জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে। এ ঘটনায় হৃদয় (২৫) নামে আরেক যুবক আহত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠোঁটারপাড়া ও জামালপুরের কয়েকজন মাদক কারবারির সঙ্গে মহন ও হৃদয়ের মাদক কারবার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন মহন ও হৃদয় তাদের জনি নামের এক বন্ধুর অসুস্থ দাদাকে দেখতে ঠোঁটারপাড়ায় যান। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে মহন ও হৃদয়ের ওপর প্রতিপক্ষের লোকজন ঠোঁটারপাড়া মাঠে গুলি ছোঁড়ে। গুলির শব্দ শুনে জনি পালিয়ে গেলেও মহন ও হৃদয় তাদের হাতে ধরা পড়েন। পরে তাদের কুপিয়ে আহত করা হয়। পরে টহলরত বিজিবির একটি দল তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মহন আলীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৫ থেকে ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে বিজিবির একটি দল অভিযান চালিয়ে আসামি সোহেল হোসেনকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মিল্টনের ছেলে। এ সময় সোহেলের কাছ থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৭ বোতল এলএসডি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘গ্রেপ্তার আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।’’