সারা বাংলা

‘গণফোরাম করে কাউকে দেশ থেকে পালাতে হয়নি’

গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান বলেছেন, ‘‘গণফোরাম করে কাউকে দেশ থেকে পালাতে হয়নি। গণফোরাম কাজ করে দেশের স্বার্থে, গণমানুষের জন্য।’’

শনিবার (২৮ জুন) চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সদ্য প্রয়াত গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান বলেন, ‘‘গণফোরাম প্রগতিশীল রাজনীতি করে আসছে। চাঁদপুরে এর শক্ত অবস্থান রয়েছে। আমরা চাই সবাইকে সাথে নিয়ে গণফোরাম আরো এগিয়ে যাবে।’’

জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরামে কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শাহ নূরজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম প্রমুখ।