গোপালগঞ্জের কাশিয়ানীতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার কালনা পয়েন্টে মধুমতী সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম আরিফুল্লাহ (২২)। তিনি কক্সবাজার জেলার বাসু থানার দারিয়াদিঘি গ্রামের নুরুল কবিরের ছেলে। র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে যশোরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আরিফুল্লাহকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৮৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’