মাদারীপুরের কালকিনিতে জাকির ফকির নামে এক ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আমির হোসেন ফকির জানান, দুপুরে পর পর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ পাই। তখন ঘটনাস্থলে গিয়ে দেখি ইউপি সদস্য জাকির ফকিরের রানা ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা বোমা বিস্ফোরিত হয়েছে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’