সারা বাংলা

সিলেটে করোনায় আক্রান্ত ৪

সিলেটে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায়, সোমবার (৩০ জুন) সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২৬ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। নতুন রোগী শনাক্ত হন চারজন। আগের ২০ জন ও নতুন চারজন নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

আক্রান্তদের মধ্যে চারজন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের কেউ কেউ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। অনেকে নিজেদের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে সিলেটে একজন রোগীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ওই ব্যক্তি মারা যান। তিনি আগে থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।