ব্রাহ্মণবাড়িয়ায় ইনজেকশনের দাম বেশি রাখায় ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার দুপুরে কুমারশীল মোড় এলাকার ‘জান্নাত ফার্মেসিতে’ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ তথ্য নিশ্চিত করেন।
রিজভী বলেন, “দুদিন আগে মধ্যরাতে মুফতি কামরুল হাসান নামে একজন ভোক্তা জান্নাত ফার্মেসি থেকে একটি ইনজেকশন কেনেন। এ সময় দোকানদার তার কাছ থেকে সাড়ে ৭ টাকার ইনজেকশন ৩৫০ টাকা দাম চান। ক্রেতা তখন বিক্রেতাকে বিক্রয় রশিদ দিতে বললে দেননি। পরে ভোক্তা অধিকারের কাছে ওই ক্রেতা অভিযোগ করেন।’’
পরে জান্নাত ফার্মেসিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় মালিককে ৪০ হাজার টাকা জরিমানা এবং তাদের সর্তক করা হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।