সারা বাংলা

বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার শাহ্ মাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রব দফাদার ও তার ছেলে সায়েম তপদার।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আব্দুর রব বাড়ির কাছে রেললাইনের পাশের জমিতে পাট জাগ দিতে যান। এ সময় জমির ওপর দিয়ে পার্শ্ববর্তী একটি দোকানে নেওয়া বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। একপর্যায়ে সেই তারে জড়িয়ে পড়েন আব্দুর রব। পরে বাবাকে বাঁচাতে এসে সিয়ামও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, ‘‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’