সারা বাংলা

মমেকে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী লাভলি আক্তারের (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাত ৪টার দিকে মারা যান তিনি।

এর আগে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের নামাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়াহেদ আলীকে (৭০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

নিহতের স্বজনেরা অভিযোগ করেন, লাভলির সঙ্গে তার স্বামীর প্রায়ই ঝগড়া হতো। বুধবার রাতে তুচ্ছ ঘটনার জেরে ওয়াহেদ ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় লাভলির ডাক-চিৎকারে পাশের রুমে থাকা ছোট ছেলে, ছেলের বউ এগিয়ে আসে। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘‘অভিযুক্ত ওয়াহেদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’