নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে লাগা আগুনে অন্তত অর্ধশত দোকান পুড়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রায়হান আহমেদ এ তথ্য জানান।
স্থানীয়রা জানান, মাধবদী বড় মসজিদের মাইক থেকে আগুনের কথা জানানো হয়। দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন। মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত অর্ধশত দোকান পুড়ে গেছে।
ব্যবসায়ীরা জানান, আগুনে স্বর্ণ, কাপড়, ইলেকট্রনিক্স, কসমেটিকসহ বিভিন্ন দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে অন্তত ১০টি স্বর্ণের দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিক রাসেল মিয়া বলেন, “এই দোকানটাই ছিল আমার জীবনের সব। সন্তানদের পড়ালেখা এখান থেকে চালাতাম। এখন আমি পথের ভিখারি।”
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। টানা কয়েক ঘণ্টা কাজ করে আগুন নেভাতে সক্ষম হই। কোনো প্রাণহানি হয়নি। আগুনের প্রকৃত কারণ খুঁজে দেখা হচ্ছে।”