সারা বাংলা

জামায়াত ক্ষমতায় এলে জুলাই শহীদদের জাতীয় মর্যাদা দেবে: রেজাউল করিম

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “ছাত্র সমাজের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। জুলাইয়ের সেই জাস্টিস কেবল মাত্র আল্লাহ’র বিধান অনুযায়ী রাষ্ট্র গঠনে সম্ভব হবে।”

তিনি বলেন, “রাষ্ট্র জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে পৃষ্ঠপোষকতা দেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সমর্থন নিয়ে যদি ক্ষমতার আসনে আসীন হতে পারে, তাহলে জুলাই বিপ্লবের যোদ্ধা ও শহীদদের জাতীয় মর্যাদায় ভূষিত করে তাদের পুনর্বাসিত করবে।”

রবিবার (৬ জুলাই) দুপুরে যোহর নামাজ শেষে লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন মসজিদে জুলাই শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুলাই শহীদ ও আহতদের স্মরণে এতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ দোয়া পরিচালনা করেন।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যা, লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোরশেদ আল হিরু, লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও সেক্রেটারি নুর মোহাম্মদ রাসেলসহ শতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।