গাজীপুরের শ্রীপুরে তিন দিনের ব্যবধানে পৃথক স্থান থেকে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (৭ জুলাই) ভোররাতে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের একটি পারিবারিক কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরি হয়। এর আগে, গত ৪ জুলাই উপজেলার গাজীপুর ইউনিয়নের ভূতুলিয়া ঢংপাড়া মসজিদের পাশের কবরস্থান থেকে দুটি এবং ভূতুলিয়া দক্ষিণপাড়া বাচ্চু মেম্বারের পারিবারিক কবরস্থান থেকে একটি কঙ্কাল চুরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ভাংনাহাটি গ্রামের বাসিন্দারা দুটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে অনুসন্ধান করে দেখেন, কবরের ভেতর কঙ্কাল নেই।
নাঈম শেখ নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘হাছেন আলী মণ্ডলের ছেলে রফিক মণ্ডল ও হবিজ উদ্দিন মণ্ডলের স্ত্রী মিনারার কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাবাসী চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে।’’
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া কবর দুটি প্রায় দুই বছরের পুরনো। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’