সারা বাংলা

হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ফারুক মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। 

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় সংঘর্ষে গুরুতর আহত হন ফারুক মিয়া। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ফারুক মিয়া নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নবীগঞ্জের আনমনু ও তিমিরপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। বিকেল ৪টার দিকে ইউএনও ১৪৪ ধারা জারি করলেও নবীগঞ্জ পৌর এলাকার গাজীরটেক, মৎস্যজীবী পাড়া, চরগাঁও ও পশ্চিমবাজার এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের দোকান, যানবাহন ও একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, পুরনো বিরোধের জের ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে দোকান ও যানবাহনে ভাঙচুর ও লুটপাট চালান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

সন্ধ্যায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় রাজনীতিকরা পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশের টহল অব্যাহত আছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।