অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক আট বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ এ তথ্য জানান।
হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মামুন মিয়া, বাবলু মিয়ার ছেলে সোহেল মিয়া, শিহাব উদ্দিন, রুবেল মিয়া, জমির উল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে শাকিল মিয়া, রহুল আমিনের ছেলে রিহান মিয়া এবং কালু মিয়ার ছেলে ইকবাল।
ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, কাজের সন্ধানে তারা কিছুদিন আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তারা। এরপর বিএসএফ তাদের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে। দুপুর ৩টার দিকে তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, “আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।”