নোয়াখালীতে মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় দুর্ভোগ এড়াতে জেলার ৪টি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে চার উপজেলার মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাতে প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) ইসরাত নাসিমা হাবিব।
তিনি বলেন, ‘‘আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বুধবার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ এড়াতে আগামী ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত নোয়াখালী সদর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুর্বণচর উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।’’
‘‘তবে, শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকবেন। কারণ চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয়গুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রয়োজন হতে পারে। দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’- যোগ করেন তিনি।
জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘‘জেলার ৪ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদ্রাসার চলমান অর্ধবার্ষিক পরীক্ষা বুধ ও বৃহস্পতিবারের জন্য স্থগিত করা হয়েছে।’’