গোপালগঞ্জের মুকসুদপুরে নৈশপ্রহরী গৌতম গাইনকে (৩৫) হত্যার অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শনিবার (১২ জুলাই) বিকেল ৪টায় জেকেএমবি উচ্চ বিদ্যালয় সামনে এ কর্মসূচি পালন করেন তারা। গৌতম গাইন ওই বিদ্যালয়ে নৈশপ্রহরী ছিলেন। বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীলরতন বালা, রুপালতা মন্ডল, বিএনপি নেতা চিন্তাহরণ মন্ডল প্রমুখ।
গৌতম গাইনের ভাইজি সমর্পিতা গাইন বলেন, ‘‘আমার কাকা একজন নিরীহ মানুষ ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কেন তাকে মারা হলো, কি অপরাধ ছিল তার? হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’’
মুকসুদপুর থানার পরিদর্শক শীতল চন্দ্র পাল বলেন, ‘‘এ ঘটনায় নিহতের স্ত্রী মিলি বৈরাগী বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
উল্লেখ্য, গত বুধবার রাতে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন গৌতম গাইন। নিখোঁজের দুই দিন পর শুক্রবার তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। গৌতম গাইন উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের বিমল গাইনের ছেলে।