সারা বাংলা

চা দিতে দেরি হওয়ায় বাগ্‌বিতণ্ডা, রেস্তোরাঁর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

সিলেটে একটি রেস্তোরাঁয় চা দিতে দেরি হওয়ায় এক যুবকের সঙ্গে রেস্তোরাঁর কর্মচারীর বাগ্‌বিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে রেস্তোরাঁর ওই কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর কাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রুমন (২২)।

পুলিশ জানায়, বেলা ১১দিকে এক যুবক চা খেতে কাজির বাজারের মাছ বাজারের পাশের একটি রেস্টুরেন্টে ঢোকেন। এ সময় চা দিতে দেরি হওয়ায় রেস্তোরাঁর কর্মচারী রুমনের সঙ্গে তর্কে জড়ান তিনি। পরে রেস্টুরেন্টের মালিক ও আশপাশের লোকজন তাদের শান্ত করেন। এরপর ওই যুবক চলে যান। এর কিছু সময় পরে ওই যুবক আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে রুমনের ওপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘‘হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’