বান্দরবানে থানচি উপজেলায় আম গাছে ঝুলন্ত অবস্থায় সুজন বড়ুয়া (২৫) নামে যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ।
সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার বলীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনকেএস অফিস সংলগ্ন নিজ বসতবাড়ির আঙিনায় আম গাছে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মৃত্যু ব্যক্তি পটিয়ার উপজেলা গয়াল গ্রামে মদল বড়ুয়ার ছেলে। বর্তমানে তার ৫ বছরের ছেলের ও স্ত্রী রয়েছে।
স্থানীয়রা জানান, নিহত সুজন বাগান পাড়ায় ফোসিং মারমার মেয়ের স্বামী। ৬-৭ বছর ধরে ঘর জামাই হিসেবে বসবাস করতেন তিনি। সকালে তার শ্বশুর আম গাছে তাকে ঝুলন্ত দেখে পাড়াবাসীকে খবর দেয়। পরে পুলিশকে জানানো হয়।
নিহত সুজন বড়ুয়া শ্বশুর ফোসিং মারমা বলেন, ‘‘আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সুজনও তার রুমে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে বাড়ি উঠানে সুজনকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’’
এ বিষয়ের থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, ‘‘আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করেছি। তবে ঠিক কীভাবে মারা গেছে বলা যাচ্ছে না। মৃত্যু কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’’