সারা বাংলা

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু 

মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে গোলাম কিবরিয়া (৫৭) ও তার স্ত্রী রিনা খাতুনের (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

গোলাম কিবরিয়া পেশায় রাজমিস্ত্রি। তিনি চৌগাছা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে একটি বৈদ্যুতিক মিটারের কাছাকাছি সাইকেল রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কিবরিয়া। তাকে রক্ষা করতে ছুটে গেলে স্ত্রী রিনা খাতুনও বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে দুজনে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্বামী ও স্ত্রীর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে। 

নিহত দম্পতির মেয়ে কনিকা খাতুন জানান, বাবা ও মাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারুক হোসেন বলেন, তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বিদ্যুতায়িত হয়ে স্বামী ও স্ত্রী দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।