জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গণহত্যার বিচার আর নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। আমরা চাই, নির্বাচন কমিশন থেকে শুরু করে দুদক পর্যন্ত সব জায়গায় নিরপেক্ষভাবে নিয়োগ হবে। আমরা চাই, প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে।”
তিনি বলেন, “আমরা স্বৈরতন্ত্র বাংলাদেশে ফেরত আসতে দেব না। আমরা বাংলাদেশপন্থি রাজনীতি করব। আমাদের বাংলাদেশে ভারতপন্থি কিংবা পাকিস্তানপন্থি রাজনীতির কোনো জায়গা হবে না।”
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বরগুনা শহরের পৌর মার্কেটের সামনের সদর রোডে ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’র পথসভায় এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরে চাঁদাবাজ আর দুর্নীতি ফের চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে। আমরা বলেছিলাম, চাঁদাবাজ আর মাফিয়াদের যে সিস্টেম বাঁচিয়ে রাখে সেই সিস্টেমের আমরা পতন চাই। তবে, দেখেছি, সেই সিস্টেমকে টিকিয়ে রেখেছে একটি দল। চাঁদাবাজ আর দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল।”
তিনি বলেন, “আমরা দেখেছি, একটা দল ইতিহাসে এককালে পাকিস্তানপন্থিদের পুনর্বাসন করেছিল। গণঅভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। আমি স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশে মুজিববাদীদের রাজনীতি হবে না, চাঁদাবাজদের রাজনীতি হবে না।”
এনসিপির এই নেতা বলেন, “আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন, এই বরগুনা এলাকার সন্তান সোহাগকে কি বিভৎসভাবে পাথর দিয়ে জনসম্মুখে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কি এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায়? বরগুনাবাসী কি এই চাঁদাবাজীর রাজনীতি দেখতে চায়?”
পথযাত্রায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাফরিন জারা, শামান্তা শারমীন, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক তালাত মোহামুদ রাফি।