কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইয়ান নূর আবু সামিম সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
রাইয়ান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে শহরের বৈদ্যঘোনা এলাকার মো. ইসমাইলের ছেলে।
নিহতের বড় ভাই ফাইয়ান নূর আবু রামিম বলেন, “সকালে স্কুল মাঠে ফুটবল খেলার পর রাইয়ান বন্ধুদের সঙ্গে সৈকতে গোসল করতে নামে। এক পর্যায়ে সে স্রোতের টানে ডুবে যায়।”
সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি বলেন, “খবর পেয়ে লাইফগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে রাইয়ানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
গত ৮ জুলাই সকাল ৭টার দিকে হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান নিখোঁজের ৮ দিনেও খুঁজে পাওয়া যায়নি।