গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে আবারও হামলা চালিয়েছে স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) দুপুর ৩টার কিছু আগে সমাবেশ শেষ হয়। সেখানে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর এনসিপির গাড়িবহর নিয়ে বের হওয়ার সময় চৌরঙ্গীর মোড়ে হামলা চালানো হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।
পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় এনসিপির নেতাদের শহর থেকে বাইরে বের করার চেষ্টা করা হলেও ব্যাপক হামলার মুখে তাদের আবার শহরে ফিরিয়ে আনা হয়।