গোপালগঞ্জ থেকে গাড়ি বহর নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তারা গাড়িবহর নিয়ে খুলনা শহরে প্রবেশ করেন। এনসিপির খুলনা মহানগর সংগঠক আহমদ হামিম রাহাত বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে সদস্য সচিব আকতার হোসেন, তাসনিম জারা খুলনা সার্কিট হাউজে এবং আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অন্য নেতারা একটি হোটেলে অবস্থান করছেন।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন জানান, রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হবে। কেন্দ্রীয় নেতারা রাতে খুলনায় থাকবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে গোপালগঞ্জে নাহিদ-সারজিসদের ওপর হামলার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে শিক্ষার্থী, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাজেদুল ইসলাম বাপ্পি বলেন, “আমার ভাইদের ওপর হামলা আমরা মেনে নেব না। আমরা মুজিববাদ মুক্ত বাংলা গড়ব ইনশাল্লাহ।”
সানজিদা আক্তার বলেন, “মেয়ে হয়েও আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আজ আমার ভাইদের ওপর হামলা করেছে আওয়ামী দোসররা। আমরা ঘরে বসে থাকতে পারি না।”
শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, “এটি প্রশাসনের চরম ব্যর্থতা। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, তবে কেন প্রশাসন নিরাপাত্তা দিতে ব্যর্থ হলো?”