মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের পথসভাকে ঘিরে জেলা জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার বলেন, ‘‘আজ সন্ধ্যা ৭টায় শহরের শহীদ রফিক চত্বর এলাকায় পথসভা অনুষ্ঠিত হবে। পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। পথসভার মঞ্চ তৈরিসহ সাউন্ড-সিস্টেমের কাজ চলছে। প্রশাসন শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আশা করছি কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই সুন্দরভাবে পথসভাটি অনুষ্ঠিত হবে।”
পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, “এনসিপির পথসভাকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।”