সারা বাংলা

চট্টগ্রামের আনোয়ারায় পুকুর ঘাট থেকে অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে একটি পুকুর ঘাট থেকে দুটি অস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ইউনিয়নের ১নং মুসলিম রেঞ্জারের বাড়ি নামক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

এ ঘটনায় পুলিশ আব্দুল মজিদ (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ সকালে মুসলিম রেঞ্জারের বাড়ি নামক এলাকার একটি পুকুর ঘাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুকুর ঘাটে কৌশলে লুকিয়ে রাখা একটি দেশিয় এলজি, একটি তুরস্কের তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়। 

এ ঘটনার সাথে জড়িত আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।