সারা বাংলা

‘বিএনপির দিকে আঙুল তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন’

জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, ‘‘বিএনপির দিকে আঙুল তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন। মহান মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা দেশবাসী এখনো ভুলে যায়নি।’’

বৃহস্পতিবার (১৭ জুলাই) সাভারের নবীনগরে এক সমাবেশে তিনি এ কথা বলেন। ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ‘‘যারা বিএনপির বিরুদ্ধে কথা বলেন, তাদের ভেবে দেখা উচিত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কার কতটুকু অবদান।’’

তিনি বলেন, ‘‘মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে অনেকে আজ রাজনীতি করার সুযোগ পেতেন না। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নয় বছর আপোষহীনভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলন না করলে দেশ এরশাদের স্বৈরশাসন থেকে মুক্ত হতো না। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন না করলে দেশে ২৪-এর গণঅভ্যুত্থান হতো না।’’

মুরাদ আরো বলেন, ‘‘দেশ অপপ্রচারের জোয়ারে ভাসছে। আর সব অপপ্রচারের উৎপত্তিস্থল জামায়াত-শিবিরের আস্তানা। এদের কোনো জনসমর্থন নেই। তাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে পানি ঘোলা করে নির্বাচন বিলম্বিত করতে চায়। অতীতের মতো জামায়াতের এবারের ষড়যন্ত্রও সফল হবে না।’’